উত্তরদিনাজপুর

জেলায় রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন ক্লাব ও সমাজ সেবী সংগঠনের মানুষেরা। বিভিন্ন জায়গায় আয়োজন হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির

রাজ্য ও জেলা জুরে রক্তের সমস্যা দেখা যায় গরমকালে। এই সমস্যার কিছুটা সাবধানের জন্য বারবার এগিয়ে আসে বহু ক্লাব, কমিটি ও সমাজ সেবীরা। রবিবার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে বরুণা জন কল্যাণ এন্ড লাইবেরির পক্ষ থেকে বরুণা হাই স্কুল ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 আজ রক্তদান শিবিরের উদ্বোধন করেন সমাজ সেবী ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারি বিচিত্র বিকাশ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, রক্তদান শিবিরের উদ্যোগতা বিশ্বজিৎ দেবশর্মা ও বাজারু দেবশর্মা, সাধু দেবশর্মা সহ এলাকার ছোট বড় সকলেই। এদিন এই রক্তদান শিবিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা নৃত পরিবেশ করে। এই রক্তদান শিবিরে এদিন প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।